৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ উদযাপন করবে ওয়াইজেএফবি
প্রকাশিত : ২০:২৫, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৩, ২৪ এপ্রিল ২০১৮
দেশের তরুণ ও যুব সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) বিগত বছরগুলোর মতো আগামী ৩ মে, বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০১৮’ উদযাপন করবে।
দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সকাল ১০টায় এক মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।
ওয়াইজেএফবি’র সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বগণ।
ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সকল সদস্য ও সংশ্লিষ্টদের ৩মে, বৃহস্পতিবার যথা সময়ে মতবিনিময় সভায় উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।এছাড়াও ওয়াইজেএফবি’র শাখা কমিটি সমূহকে প্রতিবছরের মতো দিবসটি উদযাপন করার জন্য বলা হয়েছে। (সংবাদ বিজ্ঞপ্তি)